পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

বিদেশী ফুলের গুচ্ছ
৫৭

(AUGUSTA WEBSTER.)

গোলাপ হাসিয়া বলে, “আগে বৃষ্টি যাক্ চ’লে,
দিক্ দেখা তরুণ তপন,
তখন ফুটাব এ যৌবন !”
গেল মেঘ, এল উষা, আকাশের আঁখি হতে
মুছে দিল বৃষ্টি বারি কণা।
সেত রহিল না !
কোকিল ভাবিছে মনে, “শীত যাবে কতক্ষণে,
গাছপালা ছাইবে মুকুলে,
তখন গাহিব মন খুলে !”
কুয়াশা কাটিয়া যায়—বসন্ত হাসিয়া চায়,
কানন কুসুমে ভ’রে গেল।
সে যে ম’রে গেল !