পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
বিদেশী ফুলের গুচ্ছ।
৬৩

তেমনি আমার সখারা যখন
যেতেছেন মােরে ফেলিয়া,
প্রেমহার হতে একটি একটি
রতন পড়িছে খুলিয়া,
প্রণয়ী হৃদয় গেল গাে শুকায়ে
প্রিয়জন গেল চলিয়া,
তবে এ আঁধার আঁধার জগতে
রহিব বল কি বলিয়া!