পাতা:কড়ি ও কোমল-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬৬
কড়ি ও কোমল।

(SWINBURNE. )

রবির কিরণ হতে আড়াল করিয়া রেখে
মনটি আমার আমি গােলাপে রাখিনু ঢেকে;
সে বিছানা সুকোমল, বিমল নীহার চেয়ে,
তারি মাঝে মন খানি রাখিলাম লুকাইয়ে!
একটি ফুল না নড়ে, একটি পাতা না পড়ে,
তবু কেন ঘুমায় না, চমকি চমকি চায়?
ঘুম কেন পাখা নেড়ে উড়িয়ে পালিয়ে যায়?
আর কিছু নয়, শুধু গােপনে একটি পাখী
কোথা হতে মাঝে মাঝে উঠিতেছে ডাকি ডাকি!

ঘুমা তুই, ওই দেখ বাতাস মুদেছে পাখা,
রবির কিরণ হতে পাতায় আছি ঢাকা;
ঘুমা তুই, ওই দেখ, তাে চেয়ে দুরন্ত বায়
ঘুমেতে সাগর পরে চুলে পড়ে পায় পায়;
দুখের কাঁটায় কিরে বিঁধিতেছে কলেবর?
বিষাদের বিষদাতে কমিছে কি জরজর?
কেন তবে ঘুম তাের ছাড়িয়া গিয়াছে আঁখি?
কে জানে গােপনে কোথা ডাকিছে একটি পাখী।