পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০০

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

মোহ

নদীর এপার কহে ছাড়িয়া নিশ্বাস,
‘ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস।’
নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে,
কহে, ‘যাহা কিছু সুখ সকলি ওপারে।’

৭৮