পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

স্তুতি নিন্দা

স্তুতি-নিন্দা বলে আসি, ‘গুণ মহাশয়,
আমরা কে মিত্র তব।’ গুণ শুনি কয়,
‘দুজনেই মিত্র তোরা, শক্র দুজনেই—
তাই ভাবি শত্রু মিত্র কারে কাজ নেই।’

৮৫