পাতা:কণিকা (১৮৯৯) রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১১৮

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

অপরিহরণীয়

মৃত্যু কহে, ‘পুত্র নিব’; চোর কহে, ‘ধন’;
ভাগ্য কহে, ‘সব নিব যা তোর আপন’।
নিন্দুক কহিল, ‘লব তব যশোভার’;
কবি কহে, ‘কে লইবে আনন্দ আমার’।

৯৬