এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১০৪
কথা
বধূসজ্জা থাক্ মা আমার গায়ে
মেত্রি-পুরে যাইব তাঁঁর লাগি।
শুনে মাতা কপালে কর হানি’
কেঁদে কহেন—হায়রে হতভাগী।
গ্রহবিপ্র আশীর্বাদ করি
ধানদুর্বা দিল তাহার মাথে।
চড়ে কন্যা চতুর্দোলা পরে,
পুরনারী হুলুধ্বনি করে,
রঙিন বেশে কিঙ্করী কিঙ্করে
সারি সারি চলে বালার সাথে।
মাতা আসি চুমো খেলেন মুখে,
পিতা আসি হস্ত দিলেন মাথে।
নিশীথ রাতে আকাশ আলো করি
কে এল রে মেত্রিপুর দ্বারে।
“থামাও বাঁশি” কহে “থামাও বাঁশি—
চতুর্দোলা নামাও রে দাস দাসী,
মিলেছি আজ মেত্রি-পুরবাসী
মেত্রিপতির চিতা রচিবারে।
মেত্রিরাজা যুদ্ধে হত আজি
দুঃসময়ে কা’রা এলে দ্বারে।”