বিষয়বস্তুতে চলুন

পাতা:কথা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কথা

এ কেবল দিনে রাত্রে  জল ঢেলে ফুটা পাত্রে
বৃথা চেষ্টা তৃষ্ণা মিটাবারে
কহিল, দেখিতে হবে  কতখানি দিলে তবে
ভিক্ষা ঝুলি ভরে একেবারে।
তখনি লেখনী আনি কী লিখি দিলা কী জানি,
বালাজিরে কহিলা ডাকায়ে
গুরু যবে ভিক্ষা আশে  আসিবেন দুর্গ-পাশে
এই লিপি দিয়ে। তাঁর পায়ে।

গুরু চলেছেন গেয়ে,  সম্মুখে চলেছে ধেয়ে
কত পান্থ, কত অশ্বরথ।—
“হে ভবেশ, হে শঙ্কর,  সবারে দিয়েছ ঘর,
আমারে দিয়েছ শুধু পথ।
অন্নপূর্ণা মা আমার  লয়েছে বিশ্বের ভার,
সুখে আছে সর্ব চরাচর,
মোরে তুমি হে ভিখারী মা’র কাছ হতে কাড়ি
করেছ আপন অনুচর।”

সমাপন করি গান  সারিয়া মধ্যাহ্নস্নান
দুর্গদ্বারে আসিলা যখন-
বালাজি নমিয়া তাঁরে  দাঁড়াইল একধারে
পদমূলে রাখিয়া লিখন।