এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
১২
কথা
কেবল মিনতি করে,—অনুরোধ তার
এড়ানো কঠিন বড়ো।—“স্থান কোথা আর”
মৈত্র কহিলেন তারে। “পায়ে ধরি তব”,
বিধবা কহিল কঁদি “স্থান করি লব
কোনোমতে একধারে।” ভিজে গেল মন
তবু দ্বিধাভরে তারে শুধাল ব্রাহ্মণ
“নাবালক ছেলেটির কী করিবে তবে।”
উত্তর করিলা নারী—“রাখাল? সে র’বে
আপন মাসির কাছে। তার জন্মপরে
বহুদিন ভুগেছি সূতিকার জ্বরে
বাঁচিব ছিল না আশা; অন্নদা তখন
আপন শিশুর সাথে দিয়ে তারে স্তন
মানুষ করেছে যত্নে, সেই হতে ছেলে
মাসির আদরে আছে মার কোল ফেলে।
দুরন্ত মানে না কারে, করিলে শাসন
মাসি আসি অশ্রুজলে ভরিয়া নয়ন
কোলে তারে টেনে লয়। সে থাকিবে সুখে
মার চেয়ে আপনার মাসিমার বুকে।
সম্মত হইল বিপ্র। মোক্ষদা সত্বর
প্রস্তুত হইল-বাঁধি’ জিনিসপত্তর,