বিষয়বস্তুতে চলুন

পাতা:কথা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কথা
২১


চলিল কাশীরাজ যুদ্ধসাজে,—
কোশলরাজ হারি রণে
রাজ্য ছাড়ি দিয়া ক্ষুব্ধ লাজে
পলায়ে গেল দূরবনে।
কাশীর রাজা হাসি কহে তখন
আপন সভাসদ মাঝে—
“ক্ষমতা আছে যার রাখিতে ধন
তারেই দাতা হওয়া সাজে।”



সকলে কাঁদি বলে—“দারুণ রাহু
এমন চাঁদেরও হানে।
লক্ষ্মী খোঁজে শুধু বলীর বাহু
চাহে না ধর্মের পানে।”—
“আমরা হইলাম পিতৃহারা”—
কাঁদিয়া কহে দশদিক্—
“সকল জগতের বন্ধু যাঁরা
তাঁদের শক্ররে ধিক্।”
শুনিয়া কাশীরাজ উঠিল রাগি’
নগরে কেন এত শোক।
আমি তো আছি তবু কাহার লাগি
কাঁদিয়া মরে যত লোক।