এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
২৪
কথা
“কোশলরাজ আমি, বন ভবন”
কহিলা বনবাসী ধীরে,—
“আমার ধরা পেলে যা দিবে পণ
দেহ তা মোর সাখীটিরে।”
উঠিল চমকিয়া সভার লোকে,
নীরব হোলো গৃহতল,
বর্ম-আবরিত দ্বারীর চোখে
অশ্র করে ছলছল।
মৌন রহি রাজা ক্ষণেক তরে
হাসিয়া কহে— “ওহে বন্দী,
মরিয়া হবে জয়ী আমার পরে
এমনি করিয়াছ ফন্দী।
তোমার সে আশায় হানিব বাজ,
জিনিব আজিকার রণে,
রাজ্য ফিরি দিব, হে মহারাজ,
হৃদয় দিব তারি সনে৷”
জীর্ণ-চীর-পরা বনবাসীরে
বসাল নৃপ রাজাসনে,
মুকুট তুলি দিল মলিন শিরে,
ধন্য কহে পুরজনে।
২১শে কার্ত্তিক, ১৩০৪