বিষয়বস্তুতে চলুন

পাতা:কথা-রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
কথা
৬১

বরষি অমৃতরাশি  বুদ্ধ শুধালেন হাসি
কহ বৎস কী তব প্রার্থনা।
ব্যাকুল সুদাস কহে—  প্রভু আর কিছু নহে
চরণের ধূলি এককণা।

২৬শে আশ্বিন, ১৩০৬


নগর লক্ষ্মী

(কল্পদ্রুমাবদান্)

দুভিক্ষ শ্রাবস্তিপুরে যবে
জাগিয়া উঠিল হাহারবে,—
বুদ্ধ নিজ ভক্তগণে  শুধালেন জনে জনে
ক্ষুধিতেরে অন্নদানসেবা
তোমরা লইবে বলো কেবা।


শুনি তাহা রত্নাকর শেঠ
করিয়া রহিল মাথা হেঁট।
কহিল সে কর জুড়ি—  ক্ষুধার্ত বিশালপুরী,
এর ক্ষুধা মিটাইব আমি
এমন ক্ষমতা নাই স্বামী।