এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।
৮২
কথা
হেলিয়া যশোবন্ত-কাঁধে
কহিলা ধীরে নরনাথ,—
গুরুজনের চরণ ছাড়া
করিনে কারে প্রণিপাত।
কহিলা রোষে রক্ত আঁখি
বাদ্শাহের অনুচর—
“শিখাতে পারি কেমনে মাথা
লুটিয়া পড়ে ভূমিপর।”
হাসিয়া কহে সিরোহিপতি
“এমন যেন না হয় মতি
ভয়েতে কারে করিব নতি,
জানিনে কভু ভয় ডর।”
এতেক বলি দাঁড়াল রাজা
কৃপাণ পরে করি ভর।
বাদশা ধরি সুরতানেরে
বসায়ে নিল নিজপাশ।
কহিলা, বীর, ভারত মাঝে
কী দেশ পরে তব আশ।
কহিলা রাজা “অচলগড়
দেশের সেরা জগত-পর,”