বিষয়বস্তুতে চলুন

পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১০১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯৮
কথা

'ওই শােনাে শােনাে কল্লোলধ্বনি
 ছুটে হৃদয়ের ধারা।
স্থির থাকো তুমি, থাকো তুমি জাগি
প্রদীপের মতাে আলস তেয়াগি-
এ নিশীথমাঝে তুমি ঘুমাইলে
 ফিরিয়া যাইবে তারা।'

ওই চেয়ে দেখাে দিগন্ত-পানে
 ঘনঘাের ঘটা অতি।
আসতেছে ঝড় মরণেরে লয়ে,
তাই বসে বসে হৃদয়-আলয়ে
জ্বালাতেছি আলাে-নিবিবে না ঝড়ে,
 দিবে অনন্ত জ্যোতি।

যাও তবে সাহু, যাও রামদাস,
 ফিরে যাও সখাগণ।
এসাে দেখি সবে যাবার সময়-
বলো দেখি সবে ‘গুরুজির জয়’,
দুই হাত তুলি বলল ‘জয় জয়
 অলখ নিরঞ্জন'।”

২৬ জ্যৈষ্ঠ ১২৯৫