বিষয়বস্তুতে চলুন

পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২১

বিচারক

পণ্ডিত শম্ভুচন্দ্র বিদ্যারত্ব -প্রণীত চরিতমালা হইতে গৃহীত। অ্যাকওয়ার্থ, সাহেব -প্রণীত Ballads of the Marathas নামক গ্রন্থে, রঘুনাথের ভ্রাতুপুত্র নারায়ণ রাওয়ের হত্যা সম্বন্ধে প্রচলিত মারাঠি গাথার ইংরাজি অনুবাদ প্রকাশিত হইয়াছে।

পুণ্য নগরে রঘুনাথ রাও-
 পেশােয়া-নৃপতি বংশ-
রাজাসনে উঠি কহিলেন বীর,
“হরণ করিব ভার পৃথিবীর,
মৈসুর-পতি হৈদরালির
 দর্প করিব ধ্বংস।”

দেখিতে দেখিতে পুরিয়া উঠিল
 সেনানী আশি সহস্র।
নানা দিকে দিকে, নানা পথে পথে,
মারাঠার যত গিরিদরী হতে
বীরগণ যেন শ্রাবণের স্রোতে
 ছুটিয়া আসে অজস্র।

উড়িল গগনে বিজয়পতাকা,
 ধ্বনিল শতেক শঙ্খ।