বিষয়বস্তুতে চলুন

পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১২২
কথা

হুলুরব করে অঙ্গনা সবে,
মারাঠা-নগরী কাঁপিল গরবে,
রহিয়া রহিয়া প্রলয়-আরবে
 বাজে ভৈরবডঙ্ক।

ধুলার আড়ালে ধ্বজ-অরণ্যে
 লুকালো প্রভাতসূর্য।
রক্ত অশ্বে রঘুনাথ চলে,
আকাশ বধির জয়কোলাহলে-
সহসা যেন কী মন্ত্রের বলে
 থেমে গেল রণতূর্য।

সহসা কাহার চরণে ভূপতি
 জানালাে পরম দৈন্য।
সমরোন্মাদে ছুটিতে ছুটিতে
সহসা নিমেষে কার ইঙ্গিতে
সিংহদুয়ারে থামিল চকিতে
 আশি সহস্র সৈন্য।

ব্রাহ্মণ আসি দাঁড়ালাে সমুখে
 ন্যায়াধীশ রামশাস্ত্রী।