বিষয়বস্তুতে চলুন

পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

হে অতীত, তুমি ভুবনে ভুবনে,
কাজ করে যাও গােপনে গােপনে,
মুখর দিনের চপলতা-মাঝে
 স্থির হয়ে তুমি রও।
হে অতীত, তুমি গােপনে হৃদয়ে
 কথা কও, কথা কও।


 কথা কও, কথা কও।
কোনাে কথা কভু হারাও নি তুমি,
 সব তুমি তুলে লও,
 কথা কও, কথা কও।
তুমি জীবনের পাতায় পাতায়
 অদৃশ্য লিপি দিয়া
পিতামহদের কাহিনী লিখিছ
 মজ্জায় মিশাইয়া।
যাহাদের কথা ভুলেছে সবাই
তুমি তাহাদের কিছু ভােল নাই,
বিশ্বত যত নীরব কাহিনী
 স্তম্ভিত হয়ে বও―
ভাষা দাও তারে, হে মুনি অতীত,
 কথা কও, কথা কও।

১০