পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৩৩

গানভঙ্গ


গাহিছে কাশীনাথ নবীন যুবা  ধ্বনিতে সভাগৃহ ঢাকি,
কণ্ঠে খেলিতেছে সাতটি সুর  সাতটি যেন পােষা পাখি;
শাণিত তরবারি গলাটি যেন  নাচিয়া ফিরে দশ দিকে-
কখন কোথা যায় না পাই দিশা,  বিজুলি-হেন ঝিকিমিকে।
আপনি গড়ি তােলে বিপদজাল,  আপনি কাটি দেয় তাহা;
সভার লােকে শুনে অবাক মানে,  সঘনে বলে 'বাহা বাহা'।

কেবল বুড়া রাজা প্রতাপরায়  কাঠের মতাে বসি আছে;
বরজলাল ছাড়া কাহারাে গান  ভালাে না লাগে তার কাছে।
বালক-বেলা হতে তাহারি গীতে  দিল সে এত কাল যাপি-
বাদল-দিনে কত মেঘের গান,  হােলির দিনে কত কাফি।
গেয়েছে আগমনী শরৎপ্রাতে,  গেয়েছে বিজয়ার গান-
হৃদয় উছসিয়া অশ্রুজলে  ভাসিয়া গেছে দুনয়ান।
যখনি মিলিয়াছে বন্ধুজনে  সভার গৃহ গেছে পুরে,
গেয়েছে গােকুলের গােয়াল-গাথা  ভূপালি মুলতানি সুরে।
ঘরেতে বার বার এসেছে কত  বিবাহ-উৎসব-রাতি-
পরেছে দাসদাসী লােহিত বাস,  জ্বলেছে শত শত বাতি,
বসেছে নববর সলাজ মুখে  পরিয়া মণি-আভরণ,
করিছে পরিহাস কানের কাছে  সমবয়সী প্রিয়জন,