বিষয়বস্তুতে চলুন

পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৫৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৫৬
কাহিনী

দেবতার স্তবগান গাহিতেছ পথপ্রান্তে বসে।”
“সে মন্দিরে দেব নাই” কহে সাধু।

    রাজা কহে রােষে,
“দেব নাই! হে সন্ন্যাসী, নাস্তিকের মতাে কথা কহ।
রত্নসিংহাসন-'পরে দীপিতেছে রতনবিগ্রহ-
শূন্য তাহা?”

 “শূন্য নয়, রাজদম্ভে পূর্ণ” সাধু কহে-
“আপনায় স্থাপিয়াছ, জগতের দেবতারে নহে।”

ভ্রু কুঞ্চিয়া কহে রাজা, “বিংশ লক্ষ স্বর্ণমুদ্রা দিয়া
রচিয়াছি অনিন্দিত যে মন্দির অম্বর ভেদিয়া,
পূজামন্ত্রে নিবেদিয়া দেবতারে করিয়াছি দান,
তুমি কই সে মন্দিরে দেবতার নাই কোনাে স্থান!”

শান্তমুখে কহে সাধু, “যে বৎসর বহ্নিদাহে দীন
বিংশতি সহস্র প্রজা গৃহহীন অন্নবস্ত্রহীন
দাঁড়াইল দ্বারে তব, কেঁদে গেল ব্যর্থ প্রার্থনায়
অরণ্যে, গুহার গর্ভে, পথপ্রান্তে তরুর ছায়ায়,
অশ্বথবিদীর্ণ জীর্ণ মন্দিরপ্রাঙ্গণে, সে বৎসর
বিংশ লক্ষ মুদ্রা দিয়া রচি তব স্বর্ণদৃপ্ত ঘর