পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬৪

জুতা-আবিষ্কার

কহিলা হবু, “শুন গাে গােবুরায়,
 কালিকে আমি ভেবেছি সারা রাত্র-
মলিন ধুলা লাগিবে কেন পায়
 ধরণীমাঝে চরণ ফেলা মাত্র।
তােমরা শুধু বেতন লহ বাঁটি,
 রাজার কাজে কিছুই নাহি দৃষ্টি।
আমার মাটি লাগায় মােরে মাটি,
 রাজ্যে মাের এ কী এ অনাসৃষ্টি।
শীঘ্র এর করিবে প্রতিকার,
 নহিলে কারাে রক্ষা নাহি আর।”

শুনিয়া গােবু ভাবিয়া হল খুন,
 দারুণ ত্রাসে ঘর্ম বহে গাত্রে।
পণ্ডিতের হইল মুখ চুন,
 পাত্রদের নিদ্রা নাহি রাত্রে।
রান্নাঘরে নাহিকো চড়ে হাঁড়ি,
 কান্নাকাটি পড়িল বাড়ি-মধ্যে,
অশ্রুজলে ভাসায়ে পাকা দাড়ি
 কহিলা গােবু হবুর পাদপদ্মে-