পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬৬
কাহিনী

অনেক ভেবে কহিল, “গেলে মাটি
 ধরায় তবে কোথায় হবে শস্য।”
কহিল রাজা, “তাই যদি না হবে
 পণ্ডিতেরা রয়েছ কেন তবে।”


সকলে মিলি যুক্তি করি শেষে
 কিনিল ঝাঁটা সাড়ে-সতেরাে লক্ষ,
ঝাঁটের চোটে পথের ধুলা এসে
 ভরিয়া দিল রাজার মুখ বক্ষ।
ধুলায় কেহ মেলিতে নারে চোখ
 ধুলার মেঘে পড়িল ঢাকা সূর্য;
ধুলার বেগে কাশিয়া মরে লােক,
 ধুলার মাঝে নগর হল উহ্য।
কহিল রাজা, “করিতে ধুলা দূর
 জগৎ হল ধুলায় ভরপুর।”


তখন বেগে ছুটিল ঝাঁকে ঝাঁক
 মশক কাঁখে একুশ লাখ ভিস্তি।
পুকুরে বিলে রহিল শুধু পাঁক,
 নদীর জলে নাহিকো চলে কিস্তি।