বিষয়বস্তুতে চলুন

পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৪
কথা

ফিরে যায় রাজা, ফিরে যায় শেঠ
মিলে না প্রভুর যােগ্য কোনাে ভেট -
বিশাল নগরী লাজে রহে হেঁট-
   আননে।
রৌদ্র উঠে ফুটে, জেগে উঠে দেশ;.
মহানগরীর পথ হল শেষ -
পুরপ্রান্তে সাধু করিলা প্রবেশ
   কাননে।

দীননারী এক ভূতলশয়ন,
না ছিল তাহার অশন ভূষণ-
সে আসি নমিল সাধুর চরণ-
 কমলে।
অরণ্য-আড়ালে রহি কোনােমতে
একমাত্র বাস নিল গাত্র হতে,
বাহুটি বাড়ায়ে ফেলি দিল পথে
   ভূতলে।

ভিক্ষু ঊর্ধব ভুজে করে জয়নাদ -
কহে, “ধন্য মাতঃ, করি আশীর্বাদ,
মহাভিক্ষুকের পুরাইলে সাধ
   পলকে।”