বিষয়বস্তুতে চলুন

পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
জুতা-আবিষ্কার
১৬৭

জলের জীব মরিল জল বিনা,
 ডাঙার প্রাণী সাঁতার করে চেষ্টা।
পাঁকের তলে মজিল বেচা-কিনা,
 সর্দিজ্বরে উজাড় হল দেশটা।
কহিল রাজা, “এমনি সব গাধা,
 ধুলারে মারি করিয়া দিল কাদা।”


আবার সবে ডাকিল পরামর্শে;
 বসিল পুন যতেক গুণবন্ত-
ঘুরিয়া মাথা হেরিল চোখে সর্ষে
 ধুলার হায় নাহিকো পায় অন্ত।
কহিল, “মহী মাদুর দিয়ে ঢাকো,
 ফরাশ পাতি করিব ধুলা বন্ধ।”
কহিল কেহ, “রাজারে ঘরে রাখাে,
 কোথাও যেন না থাকে কোনাে রন্ধ্র।
ধুলার মাঝে না যদি দেন পা
 তা হলে পায়ে ধুলা তাে লাগে না।”


কহিল রাজা, “সে কথা বড়াে খাঁটি,
 কিন্তু মোর হতেছে মনে সন্ধ-