বিষয়বস্তুতে চলুন

পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
১৬৮
কাহিনী

মাটির ভয়ে রাজ্য হবে মাটি
 দিবস রাতি রহিলে আমি বন্ধ।”
কহিল সবে, “চামারে তবে ডাকি
 চর্ম দিয়া মুড়িয়া দাও পৃথ্বী।
ধূলির মহী ঝুলির মাঝে ঢাকি
 মহীপতির রহিবে মহাকীর্তি।”
কহিল সবে, “হবে সে অবহেলে,
 যােগ্যমত চামার যদি মেলে।”


রাজার চর ধাইল হেথা হােথা,
 ছুটিল সবে ছাড়িয়া সব কর্ম।
যােগ্যমত চামার নাহি কোথা,
 না মিলে তত উচিতমত চর্ম।
তখন ধীরে চামার কুলপতি
 কহিল এসে ঈষৎ হেসে বৃদ্ধ,
“বলিতে পারি করিলে অনুমতি
 সহজে যাহে মানস হবে সিদ্ধ।
নিজের দুটি চরণ ঢাকো তবে
 ধরণী আর ঢাকিতে নাহি হবে।”