পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/১৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রথম ছত্রের সূচী অঘ্রানে শীতের রাতে নিষ্ঠুর শিশিরঘাতে অন্ধকার বনচ্ছায়ে সরস্বতীতীরে আরঙজেব ভারত যবে একদা তুলসীদাস জাহ্নবীর তীরে একদিন শিখগুরু গোবিনা নির্জনে কত কী যে আসে কত কী যে যায় কথা কও, কথা কও কহিলা হবু, শুন গো গোবুরায় কোশলৰূপতির তুলনা নাই গাহিছে কাশীনাথ নবীন যুবা ধ্বনিতে সভাগৃহ ঢাকি গ্রামে গ্রামে সেই বার্তা রটি গেল ক্রমে জলস্পর্শ করব না আর দুইটি কোলের ছেলে গেছে পর পর দুর্ভিক্ষ শ্রাবস্তীপুরে যবে নদীতীরে বৃন্দাবনে সনাতন একমনে নিবেদিল রাজভৃত্য, মহারাজ, বহু অনুনয়ে নিম্নে আবর্তিয়া ছুটে নমুনার জল নৃপতি বিম্বিসার পঞ্চনদীর তীরে পত্র দিল পাঠান কেসর খারে পাঠানের যবে বধিয়া আনিল পুণ্য নগরে রঘুনাথ রাও প্রভু বুদ্ধ লাগি আমি ভিক্ষ মাগি ઉછર く) (rQ १ २ ᏇᎽ )○〉 )や8 وا ډ Y 8 o' و c لا ) ?bア や30 ጓወ ) (! (! ) ( R ○ ) У У о bア。 ) 》 } }