বিষয়বস্তুতে চলুন

পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/২৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
২৬

মস্তকবিক্রয়


মহাবস্ত্বদান



কোশলনৃপতির তুলনা নাই,
 জগৎ জুড়ি যশােগাথা।
ক্ষীণের তিনি সদা শরণ-ঠাই,
 দীনের তিনি পিতামাতা।

সে কথা কাশীরাজ শুনিতে পেয়ে
 জ্বলিয়া মরে অভিমানে-
“আমার প্রজাগণ আমার চেয়ে
 তাহারে বড়াে করি মানে!
আমার হতে যার আসন নীচে
 তাহার দান হল বেশি!
ধর্ম দয়া মায়া সকলি মিছে,
 এ শুধু তার রেষারেষি।”
কহিলা, “সেনাপতি, ধরাে কৃপাণ,
 সৈন্য করাে সব জড়াে।
আমার চেয়ে হবে পুণ্যবান,
 স্পর্ধা বাড়িয়াছে বড়ো!”
চলিলা কাশীরাজ যুদ্ধসাজে—
 কোশলরাজ হারি রণে