পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অভিসার
৪১

রােগমসী-ঢালা কালি তনু তার
লয়ে প্রজাগণে পুরপরিখার
বাহিরে ফেলেছে করি পরিহার
 বিষাক্ত তার সঙ্গ।

সন্ন্যাসী বসি আড়ষ্ট শির
 তুলি নিল নিজ অঙ্কে।
ঢালি দিল জল শুষ্ক অধরে,
মন্ত্র পড়িয়া দিল শির-'পরে,
লেপি দিল দেহ আপনার করে
 শীতচন্দনপঙ্কে।

ঝরিছে মুকুল, কূজিছে কোকিল,
 যামিনী জোছনামত্তা।
“কে এসেছ তুমি ওগাে দয়াময়”
শুধাইল নারী। সন্ন্যাসী কয়,
“আজি রজনীতে হয়েছে সময়,
 এসেছি বাসবদত্তা

১৯ আশ্বিন ১৩০৬