বিষয়বস্তুতে চলুন

পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
পরিশােধ
৪৩

স্বপ্নসম লােকযাত্রা। সহসা শিহরি
কঁপিয়া কহিল শ্যামা, “আহা মরি, মরি,
মহেন্দ্রনিন্দিতকান্তি উন্নতদর্শন
কারে বন্দী করে আনে চোরের মতন
কঠিন শৃঙ্খলে! শীঘ্র যা লাে সহচরী,
বল গে নগরপালে মাের নাম করি-
শ্যামা ডাকিতেছে তারে; বন্দী সাথে লয়ে
একবার আসে যেন এ ক্ষুদ্র আলয়ে
দয়া করি।” শ্যামার নামের মন্ত্রগুণে
উতলা নগররক্ষী আমন্ত্রণ শুনে
রােমাঞ্চিত; সত্বর পশিল গৃহ-মাঝে,
পিছে বন্দী বজ্রসেন নতশির লাজে
আরক্তকপােল। কহে রক্ষী হাস্যভরে,
“অতিশয় অসময়ে অভাজন-'পরে
অযাচিত অনুগ্রহ। চলেছি সম্প্রতি
রাজকার্যে—সুদর্শনে, দেহাে অনুমতি।”
বজসেন তুলি শির সহসা কহিলা,
“একি লীলা হে সুন্দরী, একি তব লীলা!
পথ হতে ঘরে আনি কিসের কৌতুকে
নির্দোষ এ প্রবাসীর অবমানদুখে
করিতেছ অবমান!” শুনি শ্যামা কহে,
“হায় গাে বিদেশী পান্থ, কৌতুক এ নহে।