বিষয়বস্তুতে চলুন

পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৬২

মূল্যপ্রাপ্তি


অবদানশতক



অঘ্রানে শীতের রাতে   নিষ্ঠুর শিশিরঘাতে
  পদ্মগুলি গিয়াছে মরিয়া;
সুদাস মালীর ঘরে   কাননের সরােবরে
  একটি ফুটেছে কী করিয়া।
তুলি লয়ে বেচিবারে   গেল সে প্রাসাদদ্বারে,
  মাগিল রাজার দরশন-
হেনকালে হেরি ফুল   আনন্দে পুলকাকুল
  পথিক কহিল একজন,
“অকালের পদ্ম তব   আমি এটি কিনি লব,
  কত মূল্য লইবে ইহার।
বুদ্ধ ভগবান আজ   এসেছেন পুরমাঝ,
  তাঁর পায়ে দিব উপহার।”
মালী কহে, “এক মাষা  স্বর্ণ পাব মনে আশা।”
  পথিক চাহিল তাহা দিতে-
হেনকালে সমারােহে   বহু পূজা-অর্ঘ্য ব’হে
  নৃপতি বাহিরে আচম্বিতে।