বিষয়বস্তুতে চলুন

পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
অপমানবর
৬৯

ব্রাহ্মণদল যুক্তি করিল নষ্ট নারীর সাথে;
গােপনে তাহারে মন্ত্রণা দিল, কাঞ্চন দিল হাতে।

বসন বেচিতে এসেছে কবীর একদা হাটের বারে,
সহসা কামিনী সবার সামনে কাঁদিয়া ধরিল তারে।
কহিল, “রে শঠ, নিঠুর কপট, কহি নে কাহারাে কাছে-
এমনি ক'রে কি সরলা নারীরে ছলনা করিতে আছে!
বিনা অপরাধে আমারে ত্যজিয়া সাধু সাজিয়াছ ভালাে,
অন্নবসন বিহনে আমার বরন হয়েছে কালাে।”

কাছে ছিল যত ব্রাহ্মণদল করিল কপট কোপ,
“ভণ্ড তাপস, ধর্মের নামে করিছ ধৰ্মলােপ;
তুমি সুখে ব'সে ধুলা ছড়াইছ সরল লােকের চোখে,
অবলা অখলা পথে পথে আহা ফিরিছে অন্নশােকে।”
কহিল কবীর, “অপরাধী আমি, ঘরে এসাে, নারী, তবে-
আমার অন্ন রহিতে কেন বা তুমি উপবাসী রবে।”

দুষ্টা নারীরে আনি গৃহমাঝে বিনয়ে আদর করি
কবীর কহিল, “দীনের ভবনে তােমারে পাঠালাে হরি।”
কাঁদিয়া তখন কহিল রমণী লাজে ভয়ে পরিতাপে,
“লােভে প'ড়ে আমি করিয়াছি পাপ, মরিব সাধুর শাপে।”