পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৮০
কথা

 বীরগণ জননীরে
রক্ততিলক ললাটে পরালাে,
 পঞ্চনদীর তীরে।

 মােগল-শিখের রণে
 মরণ-আলিঙ্গনে
কণ্ঠ পাকড়ি ধরিল আঁকড়ি
 দুই জনা দুই জনে;
দংশনক্ষত শ্যেনবিহঙ্গ
 যুঝে ভুজঙ্গ-সনে।
 সেদিন কঠিন রণে
“জয় গুরুজির" হাঁকে শিখ বীর
 সুগভীর নিঃস্বনে।
মও মােগল রক্তপাগল
 “দীন দীন” গরজনে।

 গুরুদাসপুর গড়ে
বন্দা যখন বন্দী হইল
 তুরানি সেনার করে,
সিংহের মতাে শৃঙ্খলগত
 বাঁধি লয়ে গেল ধরে
 দিল্লি-নগর-'পরে।