বিষয়বস্তুতে চলুন

পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৯১

গুরু গােবিন্দ



“বন্ধু, তােমরা ফিরে যাও ঘরে,
 এখনাে সময় নয়”-
নিশি-অবসান, যমুনার তীর,
ছােটো গিরিমালা বন সুগভীর;
গুরু গােবিন্দ কহিলা ডাকিয়া
 অনুচর গুটিছয়।

“যাও রামদাস, যাও গাে লেহারি,
 সাহু ফিরে যাও তুমি।
দেখায়ো না লােভ, ডাকিয়ো না মোরে
ঝাঁপায়ে পড়িতে কর্মসাগরে,
এখনাে পড়িয়া থাক্‌ বহু দূরে
 জীবনরঙ্গভূমি।

ফিরায়েছি মুখ, রুধিয়াছি কান,
 লুকায়েছি বনমাঝে।
সুদূরে মানবসাগর অগাধ,
চিরক্রন্দিত উর্মিনিনাদ
হেথায় বিজনে রয়েছি মগন
 আপন গোপন কাজে।