পাতা:কথা ও কাহিনী - রবীন্দ্রনাথ ঠাকুর.djvu/৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
গুরু গােবিন্দ
৯৩

তুরঙ্গসম অন্ধ নিয়তি-
 বন্ধন করি তায়
রশ্মি পাকড়ি আপনার করে
বিপ্ন বিপদ ঘন ক'রে
আপনার পথে ছুটাই তাহারে
 প্রতিকূল ঘটনায়।


সমুখে যে আসে সরে যায় কেহ,
 পড়ে যায় কেহ ভূমে।
দ্বিধা হয়ে বাধা হয়েছে ভিন্ন,
পিছে পড়ে থাকে চরণচিহ্ন,
আকাশের আঁখি করিছে খিম্ল
 প্রলয়বহ্নিধূমে।


শতবার ক'রে মৃত্যু ডিঙায়ে
 পড়ি জীবনের পারে।
প্রান্তগগনে তারা অনিমিখ
নিশীথতিমিরে দেখাইছে দিক,
লােকের প্রবাহ ফেনায়ে ফেনায়ে
 গরজিছে দুই ধারে।