পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఏ వ8 কপালকুণ্ডল । ভক্তিভাববিমোহিতার ন্যায় সিদ্ধান্ত করিলেন , জ্বলন্ত বহ্নিশিখায় পতলোমুখ পতঙ্গের ন্যায় সিদ্ধান্ত করিলেন। সন্ধ্যার পরে গৃহকৰ্ম্ম কতক কতক সমাপন করিয়া কপালকুণ্ডল পূৰ্ব্বমত বনাভিমুখে যাত্রা করিলেন । কপালকুণ্ডল যাত্রাকালে শয়নাগারে প্রদীপ টা উজ্জ্বল করিয়া গেলেন । তিনি cशमन कथनी इ३८ऊ बांश्द्रि इझेटलम, अमनि शृंटश्द्र थनी* নিবিয়া গেল । যাত্রা কালে কপালকুণ্ডল এক কথা বিস্মৃত হইলেন। ব্রাহ্মণবেশী কোন স্থানে সাক্ষাৎ করিতে লিখিয়া ছিলেন ? এই জন্য লিপি পুনর্বর পাঠের আবশ্যক হইল। গৃছে প্রত্যাবর্তন করিয়া ষে স্থানে প্রাতে লিপি রাখিয়া ছিলেন, সে স্থানে অন্বেষণ করিলেন, সে স্থানে লিপি পাইলেন না । স্মরণ হইল যে কেশবন্ধন সময়ে, ঐ লিপি সঙ্গে সঙ্গে রাখিবার জন্য, কৰরী মধ্যে বিন্যস্ত করিয়াছিলেন । অতএব কর মধ্যে অঙ্গুলি দিয়া সন্ধান করিলেন । অঙ্গুলিতে লিপি স্পর্শ না হওয়াতে কবরী আলুলায়িত করিলেন, তথাপি সে লিপি পাইলেন না। তখন গৃহের অন্যান্য স্থানে তত্ত্ব করিলেন। কোথাও লা পাইয়া, পরিশেষে পূর্ব সাক্ষাৎ স্থানেই সাক্ষাৎ সম্ভব সিদ্ধান্ত করিয়া পুনর্যাত্ৰা করিলেন । অনবকাশ প্রযুক্ত সে বিশাল কেশfরশি পুনর্বিন্যস্ত করিতে পারেম নাই, অতএব আজি কপালকুণ্ডল অনুঢ়া কালের মত কেশমণ্ডলমধ্যবৰ্ত্তিণী হইয়। চলিলেন।