পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/১২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কপালুকুগুল । * مb << s শক্তিভক্তি শ্রবণ দর্শন ও সাধনে কালিকানুরাগ বিশিষ্ট প্রকারে জন্মিয়ছিল, ভৈরবী ষে স্থষ্টি শাসনকত্রী, মুক্তিদাত্রী ইহ বিশেষ মতে প্রতীত হইয়াfছল । কালিকার পূজাভূমি যে নরশোণিতে প্লাবিত ছয় ইছা তঁাছার পরছুঃখদুঃখিত হৃদয়ে সহিত না, কিন্তু আর কোন স্কার্ষ্যে ভক্তি প্রদর্শনের ক্রটি ছিল মণ। এখম সেই জগৎশাসনকত্রী, মুখছুঃখবিধায়িনী, কৈবল্যদারিনী ভৈরবী স্বপ্নে উtহার জীবন সমপণ আদেশ করিয়াছেন । কেমই ব? কপালকুণ্ডল সে আদেশ পালন না করিবেন ?

  • তুমি আমি প্রাণ ত্যাগ করিতে চাহি না । রাগ করিয়া ষাহ। বলি, এ সংসার সুখময় । মুখের প্রত্যাশাতেই বৰ্ত্ত লবং সংসার মধ্যে ঘুরিতেছি—ছুঃথের প্রত্যাশায় লছে । কদাচিৎ যদি আত্মকৰ্ম্মদোষে সেই প্রত্যাশ সফলীকত না হয়, তবেই দুঃখ বলিয়া উচ্চ কলরব আরম্ভ করি । তাছ ছইলেই ছুঃখ নিয়ম নহে সিদ্ধান্ত ছইল ; নিয়মের ব্যতিক্রম মাত্র । তোমার আমার সর্বত্র সুখ । সেই সুখে আমরা সংসার মধ্যে বদ্ধমূল ; ছাড়িতে চাহি না । কিন্তু এ সংসারবন্ধনে প্রণয় প্রধান রজ, কপালকুণ্ডলার সে বন্ধন ছিল না—কোন বন্ধনই ছিল না। তবে কপালকুণ্ডলাকে কে রাখে ১ একটি কথা বুঝাইতে চাহি । যাছার বন্ধন নাই ; তাহারই অপ্রতিছত বেগ । গিরিশিখর হইতে নিবারিণী নামিলে কে তাছার গতিরোধ করে? এক বার বায়ু তাড়িত হইলে কে তাহার সঞ্চারণ নিবারণ করে ? কপালকুণ্ডলীর চিত্ত চঞ্চল হইলে কে তাহার স্থিতিস্থাপন করিবে ? নবীন করিফরভ - মাতিলে কে তাছাকে শান্ত করিবে ?

কপালকুণ্ডল আপন চিত্তকে জিজ্ঞাসা করিলেন “ কেনই বর্ণ এ শরীর জগদীশ্বরীর চরণে সমৰ্পণ না করি?? পঞ্চ ভুত লইয় কি হইবে ? ” প্রশ্ন করিতেছিলেন অথচ কেশন্স লিশিত উত্তর দিতে পারিতেছিলেন না । সংসারের অন্য কোন বন্ধন না থাকিলেও পঞ্চ স্কুতের এক বন্ধন আছে ।