পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাপালিকসঙ্গে । ২৩ কপলিক নৰকুমারের হস্তধারণ করিয়া লইয়া যাইতে লাগিল। মানুষঘাতী করম্পর্শে নবকুমারের শেffলত ধমনীমধ্যে শতগুণ বেগে প্রধাৰিত হুইল—লুপ্তসাহস পুনৰ্ব্বার আসিল । কছিলেন, “ হস্ত ত্যাগ কৰুন।” * কাপালিক উত্তর করিল না। নবকুমুর পুনরপি জিজ্ঞাসা করিলেন, “ আমায় কোথায় লইয়া যাইতেছেন.” কাপালিক কহিল “ পূজার স্থানে ৷” মৰকুমার কছিলেন “ কেন ?” কপলিক কহিল “ বধtথ ।” অতিতীব্রবেগে নৰকুমার নিজহস্ত টানিলেন । যে বলে তিনি হস্ত আকৰ্ষিত করিয়াছিলেন, সচরাচর লোকে হস্তরক্ষণ করা দূরে থাকুক-বেগে ভূপতিত হইত। কিন্তু কাপালিকের অঙ্গমাত্রও ছেলিল না ;–নবকুমারের প্রকোষ্ঠ তাহার হস্তমধ্যেই রহিল । নবকুমারের অস্থি গ্রন্থি সকল যেন ভয় হইয়। গেল। মুমূর্ধর ন্যায় কাপালিকের সঙ্গে সঙ্গে চলিলেন । সৈকতের মধ্যস্থানে নীত হইয়া নবকুমার দেখিলেন পূৰ্ব্ব দিনের ন্যায় তথায় ব্লছৎকাষ্ঠে অগ্নি জ্বলিতেছে। চতুঃপাশ্বের্ণ তান্ত্রিকপূজার আয়োজন রহিয়াছে, তন্মধ্যে নরকপালপুর্ণ অ{সব রহিয়াছে—কিন্তু শৰ নাই । অনুমান করিলেন র্তাহাকেই শৰ হইতে হইবে । কতকগুলিন শুষ্ক কঠিন লতাগুল্ম তথায় পুর্বেই আহরিত ছিল ১ কাপালিক তদ্বারা লবঙ্কুমারকে দৃঢ়তর বন্ধন করিতে আরম্ভ করিলেন। নৰকুমার সাধ্যমত বলপ্রকাশ করিলেন । কিন্তু বলপ্রকাশ কিছুমাত্র ফলদায়ক হইল না। তাহার প্রতীতি হুইল যে এ বয়সেও কাপালিক মত্ত হস্তীর বল ধারণ করে । লুবকুমারের বল প্রকাশ দেখিয়া কাপালিক কছিল, .” মূৰ্খ! কি জন্য বল প্রকাশ কর । তোমার জন্ম আজি সার্থক হইল । ভৈরবীর পূজার তোমার এই মাংস পিও অপিত হুইবেক,