পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবনিকেতনে । \ףס অধিকারীও কঁদিতে লাগিলেন। চক্ষের জল মুছিয়া কপালকুণ্ডলীর কাণে কাণে কহিলেন, “ মা ! তুই জানিস পরমেশ্বরীর প্রসাদে তোর সন্তানের অর্থের অভাৰ নাই। হিজলীর ছোট বড়, সকলেই ভঁtছার পূজা দেয়। তোর কাপড়ে ষীছ। বাধিয়া দিয়াছি, তাহা তোর স্বামীর নিকট দিয়া ড়োকে পালকী করিয়া দিতে বলিস।–সন্তান বলিয়া মনে করিসূ " . অধিকারী এই বলিয়া কুঁদিতে কঁদিতে গেলেন। কপালকুগুলাও কাদিতে কাদিতে চলিলেন । ইতি প্রথমঃ খণ্ডঃ সমাগুঃ ।