পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8s কপালকুণ্ডল | আছে তবে নাড়ী নাই কেন ? এ কি রোগী ? নffসকার নিকট ছাত দিয়া দেখিলেন, নিশ্বাস বহিতেছে না । তবে শব্দ কেন ? হয় ত কোন জীবিত ব্যক্তিও এখানে আছে । এই ভাৰিয়। জিজ্ঞাসা করিলেন ** কেহ জীবিত ব্যক্তি অাছে ?” মৃদুস্বরে এক উত্তর ছইল “ আছি ।” নবকুমার কছিলেন, “ কে তুমি ?” উত্তর হইল “ তুমি কে ?” নবকুমারের কর্ণে স্বর স্ত্রীকণ্ঠজাত বেtধ হইল । ব্যগ্র হইয়া জিজ্ঞাসা করিলেন “ কপালকুণ্ডলা না কি ?” 植 o স্ত্রীলোক কহিল, “ কপালকুণ্ডল কে তা জানি না—আমি পথিক, আপাততঃ দক্ষ্যছন্তে নিস্কুণ্ডল হইয়াছি।” ব্যঙ্গ শুনিয়া নবকুমার ঈষৎ প্রসন্ন হইলেন । জিজ্ঞাসিলেন * কি হইয়াছে ?” উত্তরকারিণী কছিলেন, “ দসু্যতে আমার পালকি ভাঙ্গিয় দিয়াছে, আমার এক জন বাছককে মারিয়া ফেলিয়াছে ; আর সকলে পলাইয়। গিয়াছে । দমুরা আমার অঙ্গের অলঙ্কার সকল লইয়া আমাকে পণলুকিতে বান্ধিয় রাখিয়া গিয়াছে।” নবকুমার অন্ধকারে অনুধাবন করিয়া দেখিলেন, যথার্থই একটা স্ত্রীলোক শিবিকাতে বস্ত্র দ্বারা দৃঢ়তর বন্ধনযুক্ত অাছে। নবকুমার শীঘ্রহস্তে ভtহার বন্ধন মোচন করিয়া কছিলেন, “ তুমি উঠিতে পণfরৰে কি ?” জীলোক কছিল, “ আমাকেও এক ঘণ লাঠি লাগিয়াছিল ; এজন্য পীয়ে বেদন আছে ; কিন্তু বোধ হয় অলপ সাহায্য করিলে উঠিতে পারিব।” f নবকুমার হস্ত বাড়াইয়া দিলেন । রমণী তৎসাহায্যে গাত্রেণথান করিলেন । নবকুমার জিজ্ঞাসা করিলেন, “ চলিতে পরিবে কি ?” স্ত্রীলোক উত্তর না করিয়া জিজ্ঞাসা করিলেন, “ আপনার পশ্চাতে কেছ পথিক আলিতেছে দেখিয়ছেন ?”