পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৪৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পান্থনিবাসে । 8vo, এবং সম্পূর্ণীভুক্ত। বর্ষাকালে বিটপীলতা যেমন অপেন *ਂ রাশির বাহুল্যে দলমল করে, ইষ্ঠার শরীর ভেমনি আপন পূর্ণভtয় দলমল করিতেছিল ; সুতরাং ঈষদীর্ঘ দেহও পূর্ণতাহেতুক অধিকতর শোভার কারণ হইয়াছিল । ষা হাদিগকে প্রকৃতপক্ষে গৌরাঙ্গিণী বলি, র্তাহাদিগের মধ্যে কাহারও কাছারও বর্ণ পূর্ণচন্দ্র কৌমুদীর ন্যায়, কাহারও কাছার ও ঈষদরক্তবদন। উষার ন্যায় । ইছার বর্ণ এভছুভয়বর্জিত, সুতরাং ইহাকে প্রকত পক্ষে গৌরাঙ্গিণী বলিলাম না বটে, কিন্তু মুগ্ধকরী শক্তিতে ইছার বর্ণ নূ্যন নছে । ইনি শ্যামবর্ণ । “শ্যাম। মা” বা “শ্যামসুন্দর” যে শ্যামবর্ণের উদাহরণ এ সে শ্যামবর্ণ নছে । তপ্ত কাঞ্চলের ষে শ্যামবর্ণ এ সেই শ্যাম । পূর্ণচন্দ্র করলেখা, অথব। ছেমাম্বুদfকরিাটনী উষা, যদি গোরাঙ্গিণীদিগের বর্ণপ্রতিম। হয়, তবে বসন্তপ্রসূত নবচুত জলরাজির শোভা এই শ্যামার বর্ণের অনুরূপ বলা যাইতে পারে। পাঠক মহাশয়দিগের মধ্যে অনেকে গৌরাঙ্গিণীর বর্ণের প্রতিষ্ঠা করিতে পারেন, কিন্তু যদি কেহ এরূপ শ্যামার মন্ত্রে মুগ্ধ হয়েন তৰে উগছাকে বর্ণজ্ঞালশূন্য বলিতে পারিব না । এ কথায় যাহার বিরক্তি জন্মায়, তিনি এক বার, নবচুতপল্লববিরাজী ভ্রমরশ্রেণীর ন্যায়, সেই , উজুলশ্যামললাটবিলঞ্জী অলকাবলি মনে কৰুন ; সেই সপ্তমীচন্দ্রাকতললাটতলস্থ অলকম্পশী জযুগ মনে কৰুন ; সেই পঙ্কচুভোজুল কপোলদেশ মনে ককল ; তষ্মধ্যবর্তী ঘোরারক্ত ক্ষুদ্র ওষ্ঠfধুর মনে করুন তাহা হইলে এই অপরিচিত রমণীকে সুন্দরীপ্রধান বলিয়া অনুভূত হইবে । চক্ষু দুষ্টটি অতি বিশাল নছে, কিন্তু সুৰক্টিমপল্লবরেখাবিশিষ্ট-আর অতিশয় উজ্জ্বল । র্তাহার কটাক্ষ স্থির, অথচ মৰ্ম্মভেদী। তোমার উপর দৃষ্টি পড়িলে তুমি তৎক্ষণাৎ অনুভূত কর, যে এ স্ত্রীলোক তোমার অন্তস্তল পর্যন্ত দেখিতেছে । দেখিতে দেখিতে সে মৰ্ম্মভেদী দৃষ্টিং ভগবাস্তর ছয় ; চক্ষু যেন সুকোমল স্নেহময় রসে গলিয়া যায় ।