পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৫৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

t & S পঞ্চম পরিচ্ছেদ । স্বদেশে | শব্দীথোয়ং ষদপি কিল তে ষঃ সৰ্ম্মীনাং পুরস্তাৎ কৰ্ণে লোলঃ কথয়িতুমভূদানসম্পর্শলেtভাৎ । মেঘদূত । নবকুমার কপালকুণ্ডলীকে লইয়া স্বদেশে উপনীত হইলেন । নবকুমার পিতৃহীন ; তাছার বিধৰ মাতা গৃহে ছিলেন, আর "দুই ভগিনী ছিল । জ্যেষ্ঠ বিধবা ; উrহার সহিত পাঠক মহাশয়ের পরিচয় হইবে না । দ্বিতীয় শ্যামাসুন্দরী সধবা হইয়াও বিধবা, কেন না তিনি কুলীনপত্নী । তিনি ছুই এক বার অামাদিগের দেখা দিবেন । অবস্থান্তরে নবকুমার অজ্ঞাতকুলশীল তপস্বিনীকে বিবৰ্ণছ করিয়া গৃহে আনয়, তাহার অস্ট্রিীয় স্বজন কত দূর সন্তুষ্টি প্রকাশ করিতেন তাহা আমরা বলিয়া উঠিতে পারিলাম না। প্রক্লভ পক্ষে এ বিষয়ে উীহাকে কোন ক্লেশ পাইতে হয় নfই । সকলেই উrহার প্রত্যাগমন পক্ষে নিরীশ্বাস হইয়াছিল। সহষণত্রীরা প্রত্যগমন করিয়া রটনা করিয়াছিলেন ষে নবকুমারকে ব্যাস্ত্রে হত্যা করিয়াছে। পাঠক মহাশয় মনে করিবেন যে, এই সত্যবাদির আত্মপ্রতীতি মতই কছিয়ছিলেন ;–কিন্তু ইহা স্বীকার করিলে উtহাদিগের কল্পনাশক্তির অৰমাননা করা হয়। প্রত্যাগত যাত্রীর অনেকে নিশ্চিত করিয়া কহিয়াছিলেন যে, নবকুমারকে ব্যাঘ্ৰমুখে পড়িতে র্তাহারা প্রত্যক্ষই দৃষ্টি করিয়াছিলেন – কখন কথন ব্যাঘ্রটার পরিমাণ লইয়। তর্ক বিতক হইল ; কেছ কহিলেন ব্যাঘ্রট আট হাত হুইবেক—কেছ কহিলেন * না প্রায় চৌদহাত।” পূৰ্ব্ব পরিচিত প্রাচীন যাত্রী কছিলেন, “ যtহণ হউক, আমি বড় রক্ষা পাইয়াছিলাম। ৰাজটা অামাকেই অগ্রে