পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রাজনিকেতনে । q& দাসী জাপন স্বামীকৈই বিৰাছ করিবার অনুমতি চাহিতেছে?” বাদ । “ বটে । এ পুরাউল নফরের দশ কি করিৰে ? ” লু। ৭ দিল্লীশ্বরী মেহের-উন্নিসাকে দিয়া যাইব ।” বাদ । “দিল্লীশ্বরী মেহের-উল্লিস কে ?” लू। “ बिन्नि श्हेटबञ ।” - জtহাগীর মনে ভাবিলেম যে মেহের-উন্নিসা যে নিশ্চিভ দিল্লীশ্বরী হইবেন তাছা. লুৎফ-উন্নিসা ধ্ৰুৰ জানিয়াছেন । তৎকারণে নিজ মনোভিলাষ বিফল হুইল বলিয়া রাজীবরোধ হইতে বীতরাগে অবসর হইভে চffছতেছেন। • * * * * এইরূপ বুনিয়া জাহাণীর দুঃখিত হইয়। নীরবে রছিলেন । লুৎফ-উন্নিসা কছিলেন, d “ মহারাজের কি এ সম্বন্ধে সম্মতি নাই ?” বাদ। “ আমার অসম্মতি নাই। কিন্তু স্বামীর সছিভ আবার বিবাহের অবশ্যকতা কি ?” লু। “ কপাল ক্রমে প্রথম বিবাহে স্বামী পত্নী বলিয়া গ্রহণ করিলেন না। এক্ষণে জাহাপনার প্রসাদ ত্যাগ করিতে পাৰিবেস না ।” বাদশাহ রহস্যে হাস্য করিয়া পরে গম্ভীর হইলেন । কহিলেন, “ প্রেয়সি ! তোমাকে আমার আদেয় কিছুই নাই । ভোমার যদি সেই প্রবৃত্তি হয়, তবে তদ্রুপই কর । কিন্তু আমাকে ক্ষেম ত্যাগ করিয়া যাইবে ? এক আকাশে কি চন্দ্র সূর্য উভয়ই বিরাজ করেন না ? এক ব্লন্তে কি ছুটী ফুল ফুটে লা ?” লুৎফু-উন্নিসা বিস্ফারিত চক্ষে বাদশাছের প্রতি দৃষ্টি করিয়া কছিলেন, “ ক্ষুদ্র ফুল ফুটিয়া থাকে, কিন্তু এক মৃণালে ছুইটি কমল ফুটে না । আপনার রত্নসিংহাসনভলে কেন ফটক হইয়া থাকিব ? সে যtহ। হউক, এক্ষণে দাসী বিদায় হয় । পণমরীর এমন কোন সাধ নাই ষে জtছাগীর শাহের ইচ্ছায় নিবারণ না হয় ।” লুৎফ-উন্নিসা আত্মমন্দিরে প্রস্থান করিলেন । তাহার ཧྥ་ཧྲེ་ཡ