পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৮৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আত্মমন্দিরে । ৭৯ লু। • “ আমি এতকাল হিন্দুদিগের দেবমূর্তির মত ছিলাম । বাহিরে সুবর্ণ রত্নাদিতে খচিত ; ভিতরে পণ্যাণ । ইন্দ্রিয় সুখন্বেষণে অণগুনের মধ্যে বেড়াইয়াছি, কখন অtগুল স্পর্শ করি নাই । এখন একবার দেখি যদি পাষাণ মধ্যে খুজিয়া একটা রক্তশির ধমনী বিশিষ্ট অন্তঃকরণ পাই ?” পে । “ এওত কিছু বুঝিতে পারিলাম ন৷ ” লু। “ এ হীরার অঙ্গুরী তোমায় কে দিয়াছে ?” পে । “ শাহবাজ খH ” - লু । * আর সেই পান্নার কণ্ঠী ?” পে । “ আজিম খ৷ ” ' লু। “ আর কে কে তোমায় অলঙ্কার দিয়াছে ” পে । ( হাসিয়। ) “করীম খণ, কোকলতাষ, রাজা জীবন সিংহ, রাজা প্রতাপাদিতা, মুসা খণ—কত লোক দিয়াছে কাহার নাম করিব । এখন যা পরিয়া অর্ণ গ্রীর পরিচারিক মণ্ডলে প্রাধান্য স্বীকার করাই, সে স্বয়ং জাহাঙ্গীরের দান ।” লু। “ ইছার মধ্যে কাছাকে আমি ভাল বাসিতীমু ?” পে । ( হাসিয়া ) * সকলকেই ।” লু। “ এত গেল মুখের কথা । মনের কথা কি ” পে ॥t ( চুপি চুপি ) “ কাছাকেও না ।” লু। “ তবে পাষীণী নই ত কি ?” পে । * তা এখন যদি ভাল বাসিতে ইচ্ছা হয়, তবে ভাল বাস না কেন ?” লু। “ মানস ত বটে। সেই জন্য আগ্রী ত্যাগ করিয়া ষাইতেছি ।” পে । * তারই বা প্রয়োজন কি ? অtংগ্ৰায় কি মানুষ নাই, যে চুয়াড়ের দেশে যাইবে ? এখন যিনি ভোমণকে ভাল বাসেন উtহাকেই কেন ভাল বাস না ? রূপে বল, ধনে বল, ঐশ্বৰ্যো ৰল, যাহাত্তে বল, দিল্লীর বাদশাহের বড় পৃথিবীতে কে আছে.?”