পাতা:কপালকুণ্ডলা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়.djvu/৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কপালকুণ্ডল । و سb\ দ rড়fইয়। চারি দিকৃ চাছিয়া দেখিলেন যে, বঙ্গ মধ্যে একটা আলেণ দেখা যাইতেছে। লুৎফ-উন্নিসা সঙ্গছসে পুৰুষের অধিক, যথায় আলো জ্বলিতেছে সেই স্থানে গেলেন । প্রথষে রক্ষান্তরাল হইতে দেখিলেন ব্যাপার কি? দেখিলেন যে, ষে অtলে জ্বলিতেছিল, সে ছোমের মালো ; ষে শব্দ শুনিতে পাইয়াছিলেন সে মন্ত্রপাঠের শব্দ । মন্ত্র মধ্যে একটা শব্দ বুঝিতে পাfরলেন, সে একটা নাম । মাম শুনিবৰ্ণমাত্র লুৎফ-উন্নিসা হোমকারীর নিকট গিয়া বসিলেন । এক্ষণে তিনি তথtয় বসিয়া থাকুন ; পাঠক মহাশয় বহুকাল কপালকুণ্ডলার কোন সম্বাদ পান নাই, সুতরাং কপালকুণ্ডলার সম্বাদ আবশ্যক হইয়াছে । তৃতীয় খণ্ড সমাণ্ডঃ ।