পাতা:কবিতাপুস্তক.djvu/১০৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল্যরচন । সেই মত পেলে ভর চতুর্থ বুর্দনী । । পঞ্চম বৃজনীযোগে কোথায় সে ধ্বনি? s b** তমিশ্র পঞ্চমনিশা, গগন ভীষণ আঁধার বসি, ঘন বনঞ্চলে । নীরব নিম্পন্দ তম, সঙ্গীতের আশে । সময় হইল তবু, সে ধ্বনি ন আসে। বিকট আননে ভয়, ঘুমায় কাননে । দেখে স্তব্ধ স্পম্যহীন, যত তরুগণে— পাপান্ধ-তিমিরময়, যেন কায় মন, মীরবে করাল’কাৰ্য্য, করিছে কল্পন । শুধু শুষ্ক পাতা খসি, মাঝে মাঝে পড়ে। ঘথা পড়ে তথা পচে, নাহি আর নড়ে । পাইয়। অলক্ষ লক্ষ্য, কুসুমের বাস । আমোদে আঁধার দেহ, না ছাড়ে নিশ্বাস । পত্র-চন্দ্ৰাতপ তলে, ক্ষুদ্র খাল চলে। নাহি দেখা যায় ভাল, নাহি শব্দ জলে ৷ ঘুমায় পড়িয়ে জলে, পুষ্পবৃক্ষবস্ত্রী। আঁধারে কলিকাগুচ্ছ, নিরখি কেবলি । নীরবে ঝরিয়া ফুল, স্তন্ধে ভেসে যায়। পতিহীন বিরহীর, গ্ৰেম আশা প্রায় ॥ শুষ্ক ফল খসি জলে, গড়ে একবার । অমনি চমকে বুক, মন্মথ বামার ।