পাতা:কবিতাপুস্তক.djvu/১০৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল্যরচনf । '; :) অন্ধকার মাঝে আলো,দুয়ের বদন i’ ববষার "ী যেন, ८भरच बाष्कृमिन it ভীম স্তন্ধে ভয়ে ভীত, বসি তারা তথা । ಕಿಳ್ತು করে প্রাণ, নাহি স্বরে কথা । ভাবে আজি কেন, এত কঁাদিছে অন্তর । বলিতে বলিতে নারে, হৃদি গরগর ॥ সুখের কাননে আজি, কেন কাল ভাব । ভীষণ স্বপন যেন, দেখিছে স্বভাব। আপনি নয়ন কেন, ঝরে অকারণ । বুঝি আজি ছেড়ে যাবে, জীবন রতন । হৃদে ধরি পরস্পরে, মুখপানে চায় । কেঁদে যেন কি বলির্বে, বলিতে না পায় । ললিতা লুকাল মাথা, প্রাণনাথ কোলে । কঁদিয়ে মুছায় পতি, প্রিয়। আঁখি জলে ।

এখনো এলে ম{ কেন সঙ্গীতের ধবনি । ভীষণ নীরব ! হারে ? অাছে কি ধরণী ? অকস্মাৎ কোথা হয় গভীর গর্জন । কঁপিল গভীর বন কঁপিল দুজন । অদ্ভুত নিনাদ উড়ে যায় বন দিয়ে । অন্ধকার ভীমতর হইল আসিয়ে । ভৗমত্বর নাদে যেন কঁপে নভ হৃদি । কাদিয়া উঠিল দোহে, “ হা বিধি ! হা বিধি !”