পাতা:কবিতাপুস্তক.djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাল্যরচনা ৷ : C ফিরেবার ঘর ঘর, গরজিল জলধব, মাতিল মরুত ফিরে বায় । চেচায় অশনি ঘন, ভীমবলে তরুণণ, মত্তশির নড়িছে আবার ॥

) R

থামিল ঝটি কারণ, হলো নিশাশেষ । শ্বেতমেঘময়াক শে, উদিল নিশেশ । জলে করে জলময়, কানন নিক ধ্ৰু । তরুলতা তৃণ ভূম, পুষ্পলতা পুঞ্জ । কলমর ছোট খাল বিমল চঞ্চল । ছ{য়াকারী শাখা হতে করে বিন্দুজল । উজ্জ্বল পুলিন তলে স্নান তারা যত । মবিয়ে রয়েছে ঝড়ে ললিতা মন্মথ । সানকে কি কপাল! সংসাব কি চার । সৃষ্টিৰুে জীবন ভার কে চণ্ডিবে আIব ? নাথ ভুজে মাথা দিয়ে পড়েছে মেঠি না ! মুখে মুখে কাদে যেন দুটি সরোহিনী । ললিতার মুখ শশী ভিজে বরিষায় । সরোজ শিশির মাপা ম;টিতে লোট ৷ !! শীতল ললাটে জলে জলে শশধর । জলে ভিজে পড়ে মাছে আল কানি কর । লুটায় কবরী চাক, দীর্ঘ তৃণোপরে । মন্মথ বয়েছে তবু নাহি তুলে ধরে :