পাতা:কবিতাপুস্তক.djvu/১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংযুক্ত। সজাইয়া নাথে যোড় করি পাণি ভারতের রাণী কহে মৃদু বাণী “তুর্থী প্ৰাণেশ্বর তোমায় বাখানি এ বাহিনী পতি, চলিলা রণে । লক্ষ যোধ প্রভু তব আজ্ঞাকারী, এ রণসাগরে তুমি হে কাণ্ডারী মথিবে সে সিন্ধু নিয়ত প্ৰহারি সেনার তরঙ্গ তরঙ্গ সনে ॥ \ა তামি অভাগিনী জনমি কামিনী অবরোধে আজি রহিনু বন্দিনা না হতে পেলাম তোমার সঙ্গিনী, অৰ্দ্ধাঙ্গ হইয়া রহিনু পাছে । করে পশি তুমি সমর সাগরে খেদাইবে দূরে ঘোরির বানরে ন পাব দেখিতে, দেখিবে ত পরে, তব বীরপনা ! ন রব কাছে ॥