পাতা:কবিতাপুস্তক.djvu/২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সংযুক্ত । \) ভূমি শয্যা ত্যাজি উঠে চন্দ্রাননী । সখীজনে ডাকি বলিল তখনি, . সম্মুখ সমরে বীর শিরোমণি গিয়াছে চিলিয়া অনন্ত স্বর্গে। আমিও যাইব সেই স্বৰ্গপুরে, বৈকুণ্ঠেতে গিয়া পূজিব প্রভূরে, পুরাও রে সাৰ ; দুঃখ যাক দূরে সাজ মোর চিতা সজনীবৰ্গে ৷ যে বীর পড়িল সম্মুখ সমরে অনন্ত মহিম। তার চরাচরে সে নহে বিজিত ; অপারে কিন্নরে, গায়িছে তাহার অনন্ত জয় । বল সখি সবে জয় জয় বল, জয় জয় বলি চড়ি গিয়া চল জলন্ত চিতার প্রচণ্ড অনল, বল জয় পৃথ্বীরাজের জয় ! ー。