পাতা:কবিতাপুস্তক.djvu/৪৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সাবিত্রী । \):

6

“ তাই বলি কন্যে, ছাড়ি দেহ মায়া, ত্যজ বৃথা ক্ষোভ; ত্যজ পতি কায়া, ধৰ্ম্ম আচরণে হও তাঁর জীয়া, গিয়া পুণ্যধাম । গৃহে যাও ত্যজি কানন বিশাল, থাক যত দিন না পরশে কাল, কালের পরশে মিটিবে জঞ্জাল, সিদ্ধ হবে কাম ॥” ンや শুনি যম বাণী জোড় করি পাণি, ছাড়ি দিয়া শবে, তুলি মুখ খানি, ডাকিছে সাবিত্ৰা;–“ কোথায় ন জানি, কোথা ওহে কাল । দেখা দিয়া রাখ এ দাদার প্রাণ, কোথা গেলে পাব কালের সন্ধান, পরশিয়ে কর এ শঙ্কটে ত্রাণ, মিটাও জঞ্জাল ॥