পাতা:কবিতাপুস্তক.djvu/৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

磁切” স্তাব বর শাহের খোষ রোজ । রাজপুরী মাঝে লেগেছে বাজার, বড় গুলজার সরস ঠাট । রমণীতে বেচে রমণীতে কিনে লেগেছে রমণী রূপের হাট ॥ কত বা সুন্দরী, রাজার দুলালী, ওমরাহ জায়া, আমীর জাদা । নয়নেতে জ্বালা, অধরেতে হাসি, অঙ্গেতে ভূষণ মধুর-নার্দী ॥ হীরা মতি চুণি বসন ভূষণ কেহ বা বেচিছে কেনে বা কেউ । কেহ বেচে কথা নয়ন ঠারিয়ে কেহ কিনে হাসি রসের ঢেউ । কেহ বলে সখি এ রতন বেচি হেন মহাজন এখানে কই ? স্থপূরুষ পেলে আপন বেচিয়ে বিনামূলে কেনা হইয়া রই। কেহ বলে সখি পুরুষ দরিদ্র ৯ দিয়ে কিনিবে রমণী-মণি । চার কড়া দিয়ে পুরুষ কিনিয়ে গৃহেন্তে বঁপিয়ে রেখে লে! ধনি ৷